• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী কলেজ ছাত্রাবাসের ডাইনিংয়ে খাবারে পোকা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
রাজশাহী কলেজ ছাত্রাবাসের ডাইনিংয়ে খাবারে পোকা
রাজশাহী কলেজ ছাত্রাবাসের ডাইনিংয়ে খাবারে পোকা

Advertisements

রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের ডাইনিংয়ে খাবারে পোকা দেখা যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি জানতে পেরে হোস্টেল প্রশাসক দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ডাইনিং ঘরে গিয়ে খাবারের মান পরিদর্শন করেন এবং সতর্ক করেন।

‎মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পৌনে ১০ টার দিকে একজন শিক্ষার্থী খিচুড়ি খেতে গিয়ে খাবারের মধ্যে পোকা দেখতে পান। তিনি বিষয়টি হোস্টেলের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে লিখেছেন, আমাদের হোস্টেলের খাবারের অনিয়মের শেষ নেই। গত দুই দিন খিচুড়ির মধ্যে পোকা পাই। আজও খাবারে পোকা পেয়েছি। তিনি সঙ্গে সঙ্গে ডাইনিং এর পরিচালক হাসেম আলিকে বিষয়টি জানান এবং রান্না করা ডাল ও চালের মান সম্পর্কে জানতে চাইলে, হসেম আলি জানান, আজ থেকে শুধুমাত্র নতুন ও মানসম্মত কাঁচামাল ব্যবহার করে রান্না হবে।

‎ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবুল মাজন চৌধুরি বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছি, ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও খাবারের মান সর্বোচ্চ অগ্রাধিকারে রাখা হবে।

‎বিষয়টির সত্যতা স্বীকার করে ডাইনিং পরিচালক ইয়াকুব আলি বলেন, আজকে খাবারে পোকা পাওয়াটা অনাকাঙ্ক্ষিত। আমরা বিষয়টি ঘটার পর সতর্ক হয়ে গিয়েছি এবং এর পর থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং খাবারের মান বজায় রাখতে প্রতিনিয়ত খেয়াল রাখবো। প্রতিটি খাবার নিরাপদ ও মানসম্মত পরিবেশে পরিবেশিত হবে।

‎এদিকে, আজ রাতের খাবার খাওয়ার পর শিক্ষার্থীরা জানিয়েছেন যে খাবারের মান আজ ভালো ছিল। তবে তারা আশা প্রকাশ করেছেন, প্রশাসনের পদক্ষেপ দ্রুত কার্যকর হবে এবং ভবিষ্যতে ডাইনিংয়ে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।


আরো খবর