নওগাঁর নিয়ামতপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে তরুণ কৃষকদের মাঝে ঋণ বিতরণ করেছে রূপালী ব্যাংক পিএলসি। রোববার সকাল নয়টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে রূপালী ব্যাংক নিয়ামতপুর শাখা এ ঋণ বিতরণ করে।
ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। সভাপতিত্ব করেন রুপালী ব্যাংক পিএলসি রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকটির নওগাঁ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক ব্যবস্থাপক দেবব্রত সাহা।
এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আরিফ হোসেন, নিয়ামতপুর শাখা ব্যাবস্থাপক আল মামুন শেখ, নিয়ামতপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান শাজুসহ তরুণ গ্রাহক, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।