• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোদাগাড়ীতে ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব শেষ

গোদাগাড়ী প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
গোদাগাড়ীতে ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব শেষ
গোদাগাড়ীতে ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব শেষ

Advertisements

গোদাগাড়ী উপজেলার প্রেমতলীর খেতুরীধামে লাখো ভক্তের পদচারণায় শেষ হয়েছে বৈষ্ণব ধর্মগুরু ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব। তিন দিনব্যাপী এই মহোৎসবে অংশ নেন দেশ-বিদেশের অসংখ্য ভক্ত, সন্ন্যাসী ও ধর্মানুরাগী। উৎসবের নিরাপত্তায় মোতায়েন ছিল ৫০০ পুলিশ সদস্য। রীতি অনুযায়ী, বাংলা কার্তিক মাসের প্রথম দিন থেকে শুরু হয় তিরোভাব মহোৎসব। কার্তিকের ৩ তারিখ, ভক্তদের গঙ্গাস্নান ও দীর্ঘ প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয় উৎসবের মূল আনুষ্ঠানিকতা।

মহোৎসবজুড়ে খেতুরীধামে চলে অষ্টপ্রহর নাম–কীর্তন, প্রসাদ বিতরণ, ধর্মীয় আচার–অনুষ্ঠান ও ভক্তদের প্রার্থনা। উৎসবকে ঘিরে বসে ঐতিহ্যবাহী খেতুরী মেলা। এখানে ধর্মীয় উপকরণ ছাড়াও বিক্রি হয় পোশাক, ব্যবহার্য সামগ্রী, গৃহস্থালি দ্রব্য, কারুশিল্প ও স্থানীয় কারিগরদের তৈরি পণ্য। মেলাটি মূলত বৈষ্ণব সন্ন্যাসীদের মিলনমেলা হলেও অহিংসা ও মানবপ্রেমে বিশ্বাসী অন্যান্য ধর্মের অনুসারীরাও এতে অংশ নেন।

খেতুরীধাম ট্রাস্টি বোর্ডের সম্পাদক শ্যামাপদ সান্যাল বলেন, শত শত বছর ধরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলিমসহ অন্যান্য ধর্মের মানুষও এতে আসেন। এবারের আয়োজনও প্রশাসনের সহায়তায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, ঐতিহ্যবাহী এই উৎসবটি যেন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য উপজেলা প্রশাসনসহ জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।


আরো খবর