নগরীতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা বিকাশে উৎসাহিত করতে শিক্ষা সহায়িকা হিসেবে চালু হলো সানাবিল এডুকেশন স্কলারশিপ স্কীম ২০২৫। শুক্রবার সকাল ১০টার দিকে রাজশাহীর মহিষবাথানে সিআরপি আফসার হোসেন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে সানাবিলের অর্থায়নে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। এই স্কীমের আওতায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১০ জন শিক্ষার্থীর মধ্যে ছয় মাস মেয়াদি প্রকল্পে ২ লাখ ৪৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানাবিল এডুকেশন স্কীমের কো-অর্ডিনেটর সালমান ফার্সী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সেনানিবাসের এক্সিকিউটিভ অফিসার আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন কনসালটেন্ট ও রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর পাস্ট প্রেসিডেন্ট ডা. ডি. এম. জহুরুল ইসলাম এবং সিআরপি আফসার হোসেন কেন্দ্রের ব্যবস্থাপক সোমা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী এক্সিকিউটিভ সানাবিল টিমের সদস্য আব্দুল আজিজ, গোলাম সাকলায়েন, আসাদুজ্জামান আসাদ, সাইমুম ফয়সাল পাহলভি, ইকবাল সোবহান সরকার দীপনসহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ যে ১০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হলো, ভবিষ্যতে তারা প্রতিষ্ঠিত হয়ে সমাজের আরও ১০ জনকে সহযোগিতা করবে—এটাই আমাদের বিশ্বাস। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের প্রত্যাশায় উৎসাহ দিয়ে যাচ্ছি। আশা করি, সঠিক দিকনির্দেশনা ও পরিশ্রমের মাধ্যমে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।
বক্তারা আরও বলেন, সানাবিল এডুকেশন স্কলারশিপ স্কীম সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল ও শিক্ষায় অগ্রসর হতে সহায়তা করবে। এই উদ্যোগ রাজশাহীর তরুণ প্রজন্মকে শিক্ষায় অনুপ্রাণিত করবে এবং সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।