• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পুঠিয়ায় ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

পুঠিয়া প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
পুঠিয়ায় ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পুঠিয়ায় ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Advertisements

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ এলাকায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সমাবেশে সভাপতিত্ব করেন বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হজরত আলী সরকার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল মজিদ।

এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসফা খায়রুল হক শিমুল।
প্রধান অতিথির বক্তব্যে শিমুল বলেন, আমি যদি বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারি, তবে এ অঞ্চলের মানুষের জন্য প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব। এলাকার মানুষের পাশে থেকে তাদের উন্নয়ন ও অগ্রগতির জন্য যা যা দরকার তার সর্বোচ্চটা করার চেষ্টা করব।

তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে অনেকেই জনগণ থেকে দূরে সরে যান। আমি যেন তেমন না হই, বরং বর্তমানে যেমন আছি তেমনি আপনাদের সঙ্গে থেকে কাজ করতে চাই। আপনাদের সঙ্গে বৈঠক, আলোচনা ও চলার সুযোগ যেন সবসময় পাই।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এন্তাজুল হক বাবু। এছাড়াও বানেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাকিব, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি একরামুল হক, বানেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল এবং রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। সমাবেশে পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।


আরো খবর