• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

লালপুরে এক দম্পতির ঘরে পাঁচ সন্তানের জন্ম, মৃত্যু ২

লালপুর প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
লালপুরে এক দম্পতির ঘরে পাঁচ সন্তানের জন্ম, মৃত্যু ২
লালপুরে এক দম্পতির ঘরে পাঁচ সন্তানের জন্ম, মৃত্যু ২

Advertisements

নাটোরের লালপুরে দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী রেশমা খাতুন নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিন ছেলে ও দুই মেয়েসহ মোট পাঁচ নবজাতক জন্ম নেয়। তবে জন্মের কিছুক্ষণ পরই রাত ১১টার দিকে এক ছেলে ও এক মেয়ে মারা যায়। বুধবার সকালে উপজেলার সাঁইপাড়া গ্রামে তাদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা রেশমা খাতুন বর্তমানে সুস্থ আছেন। জীবিত থাকা তিন নবজাতক জন্মের পর থেকেই কিছুটা দুর্বল থাকায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিশেষ যত্ন প্রদান করা হচ্ছে। এমন বিরল ঘটনার খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনেকেই হাসপাতালে ছুটে গিয়ে মা ও সন্তানদের খোঁজ নিচ্ছেন।
অর্থনৈতিকভাবে অস্বচ্ছল আসিব হোসেন সবুজ ঈশ্বরদী মিলিটারি ফার্মে দৈনিক ৪৪৫ টাকা মজুরিতে কাজ করেন। তিনি জানান, সন্তানদের চিকিৎসা ও লালন-পালনের খরচ বহন করা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ জন্য তিনি বিত্তবানদের কাছে সহযোগিতা ও সবার কাছে দোয়া চেয়েছেন।


আরো খবর