রাজশাহীর মোল্লাপাড়ায় অবস্থিত পাহাড়িয়াদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ আদিবাসীদের স্বার্রক্ষায় কর্মরত প্রতিনিধিবৃন্দ। শুক্রবার পাহাড়িয়াপল্লী এলাকায় এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দাবি করা হয় ৫৩ বছর ধরে পাহাড়িয়া সম্প্রদায় এই পল্লীতে বংশপরিক্রমায় বসবাস করে আসছে। বর্তমানে সেখানে ২০ টি পরিবার বসবাস করে। এখন হঠাত করে কিছু ভূমিদস্যু দাবি করছে এই জমিটি তাদের।
এটি পাহাড়ি সম্প্রদায়কে উচ্ছেদের জন্য পরিকল্পিত ষড়যন্ত্র। দলিলপত্র দেখা হয়েছে। তাদে দেখা যাচ্ছে এই জমি পাহাড়িয়াদের। তারা আরও দাবি করেন, যে দলিল দেখানো হচ্ছে তা ভুয়া। কাশিয়াডাঙ্গা থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল জানান, বিষয়টি জানার সাথে সাথে সেখানে পুলিশ গেছে এবং তাদেরকে আশ্বস্থ করা হয়েছে। কেউ তাদেকে উচ্ছেদ করতে পারবে না।