• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

স্কুলছাত্রী অপহরণে গ্রেপ্তার ২

গোদাগাড়ী প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
স্কুলছাত্রী অপহরণে গ্রেপ্তার ২
স্কুলছাত্রী অপহরণে গ্রেপ্তার ২

Advertisements

গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ থেকে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এসময় ভিকটিমকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত ১টার দিকে ঢাকার দক্ষিণখান থানাধীন আশকোনা তালুকদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. হামিম (২২), গোদাগাড়ীর চর আষাড়িয়াদহের আমতলা এলাকার মো. তাজু শেখের ছেলে ও মো. তাজু শেখ (৬৫), গোদাগাড়ীর একই এলাকার মৃত আলেকের ছেলে। র‌্যাব-৫ এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার ভিকটিম মোছা. সোনালী খাতুন (১৪) গোদাগাড়ীর চর নওশেরা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। দীর্ঘদিন ধরে বিবাহিত হওয়া সত্ত্বেও মূল আসামি হামিম ভিকটিমকে কু-প্রস্তাব দিত এবং বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। পরিবার ও এলাকাবাসীর নিষেধাজ্ঞা সত্ত্বেও হামিম উল্টো ভিকটিমকে ক্ষতির হুমকি দিতে থাকে। গত ১৭ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে ভিকটিম স্কুলে যাওয়ার পথে চরআষাড়িয়াদহ ইউনিয়নের চায়পাড়া গ্রামস্থ পাকা সড়কে পৌঁছালে মূল আসামি হামিমসহ সহযোগীরা তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার পর র‌্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের গ্রেফতার ও ভিকটিম উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করে। অবশেষে র‌্যাব-৫ (সিপিএসসি) এবং র‌্যাব-১ (সিপিসি-২)-এর একটি যৌথ আভিযানিক দল ঢাকার দক্ষিণখান থেকে ভিকটিমকে উদ্ধার ও আসামিদ্বয়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো খবর