• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ডিবির অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
ডিবির অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
ডিবির অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

Advertisements

রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামি মেহেদী হাসান (৩২) বাঘা থানার খাগড়াবাড়িয়া এলাকার আ: রাজ্জাকের ছেলে। বর্তমানে সে রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, গত শনিবার রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার কাজলা এলাকায় এক বাড়িতে ইয়াবা বিক্রি হচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিম রাত পৌনে ৯টার দিকে মতিহার থানার কাজলা এলাকার ঐ বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি মেহেদীকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, উক্ত ইয়াবা গুলো বিক্রয়ের জন্য তার কাছে রেখেছিলো। উল্লেখ্য মেহেদীর বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় ২টি মাদক মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে আরএমপির মতিহার থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।


আরো খবর