রাজশাহীর মোহনপুরে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) আয়োজনে ইউএস এআইডির অর্থায়নে মৌগাছি ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় ধর্মীয় নেতা, নারী নেতৃত্বাধীন সংগঠন, ইমাম, শিক্ষকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় হয়।
উক্ত অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট অফিসার চন্দনা সরকার, এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন, মোহনপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন পবার কুলপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী,গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল, এফডি আর ফয়সাল, মোস্তফা কামাল ভেক্টর, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গণ উন্নয়ন কেন্দ্রের পিয়ার লিডার মেহেদি হাসান, শফিকুল ইসলাম, সীমা খাতুনসহ অন্য নেতৃবৃন্দ। এসময় উপস্থিত সকলেই নিজ নিজ এলাকায় বাল্যবিয়ের খবর পেলে তা প্রতিরোধের চেষ্টা করবেন এবং প্রশাসনকে অবহিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।