Advertisements

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) অফিসার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজশাহী মাংগো রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারে এ সমাবেশে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় আহবায়ক মোঃ জিয়াউদ্দিন আকবর।
অনুষ্ঠানে পায়রা ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও উপ-মহাব্যবস্থপক মোঃ জিয়াউদ্দিন আকবর সহ কেন্দ্রীয় ও জোনাল নেতৃবৃন্দ। পরে পবিত্র কুরআন পাঠ, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন শেষে মুক্তিযুদ্ধে ও ২৪ গণঅভ্যুত্থানে শহিদ, মাইলস্টোন দূর্ঘটনায় নিহত এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের মৃত্যুবরণকারী কর্মকর্তা/কর্মচারির স্মরণে এক মিনিট নীরাবতা পালন করা হয়। এসময় আহবায়কসহ অনান্য নেতৃবৃন্দ উত্তরাঞ্চলের প্রাণের প্রতিষ্ঠান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থেকে অ্যাসোসিয়েশনের পক্ষে ইস্পাত কঠিন দৃঢ়তা তৈরির জন্য শপথ গ্রহণের আহবান জানান।
সম্প্রতি বক্তারা ব্যাংকের স্থিতিশীলতার বিরুদ্ধে সক্রিয় ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেন এবং সদাশয় বোর্ড ও ব্যাংক ব্যবস্থাপনাকে তাঁদের বিষয়ে সাবধান থাকার সবিনয় আবেদন জানান।
অনুষ্ঠানে উপস্থিত রাকাবের ২২টি জোনের নেতৃবৃন্দসহ বক্তব্য প্রদান করেন জোনাল ব্যবস্থাপক আসাদুজ্জামান, সাখওয়াত হোসেন, জোনাল ব্যবস্থাপক ও যুগ্ম আহবায়ক রুহুল আমীন, জোনাল ব্যবস্থাপক আনিসুর রহমান, বেল্লাল হোসেন, যুগ্ম আহবায়ক ও উপ-মহাব্যবস্থাপক নাজিবুর রহমান, যুগ্ম আহবায়ক ও উপ-মহাব্যবস্থাপক আবুল কালাম, যুগ্ম আহবায়ক ও উপ-মহাব্যবস্থাপক জাকির হোসেন, প্রধান কার্যালয় ইউনিটের আহবায়ক ও উপ-মহাব্যবস্থাপক মিজানুর রহমান এবং উপ-মহাব্যবস্থাপক ও কেন্দ্রীয় আহবায়ক মো: জিয়াউদ্দিন আকবর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় সদস্য সচিব ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান সরকার, যুগ্ম আহবায়ক ও উপ-মহাব্যবস্থাপক শাহিনুর রহমান ও মুখ্য কর্মকর্তা ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।