ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) রাজশাহী মহানগরের কমিটি ঘোষণা করা হয়েছে। যেখানে মোঃ রোকনউদ্দিনকে আহ্বায়ক এবং সাকিব সালমানকে সদস্য সচিব সহ ৭৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গত বৃহস্পতিবার রাতে দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন: রেজা মোঃ হাবিবুল্লাহ রিপন, ডা. মোঃ আব্দুল্লাহ, মোঃ মাকসালিন, মোঃ ফিরজ খান নুন, মোঃ আদনান শফিক, ডা. সাজ্জাদ ইমন ও ডা. তারিক তুরান।
এছাড়াও যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন: ওয়াহিদা তামিম, রুহুল কুদ্দুস সাফা, মোহাম্মদ আলি, মোঃ রেদোয়ান আহমেদ, মোঃ শাহরিয়ার হোসেন, মোঃ আবু ফাতির ও মোঃ রবিউল আওয়াল। কমিটি গঠনের প্রস্তাবনা দেন সংগঠনের প্রধান সংগঠক নাঈম আহমাদ। অনুমোদন করেন কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং কেন্দ্রীয় সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।
সংগঠনের নেতারা বলেন, আমরা এমন এক রাজনৈতিক ধারা গড়ে তুলতে চাই, যেখানে নাগরিকরা কেবল ভোটার নয়, বরং নীতি ও সিদ্ধান্ত গ্রহণের অংশীদার হবেন। তরুণদের উদ্যম ও জনগণের অভিজ্ঞতা মিলিয়ে আমরা দুর্বৃত্তায়নমুক্ত বিকল্প রাজনীতির পথে এগোতে চাই।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন আহ্বায়ক কমিটি রাজশাহী মহানগরের ওয়ার্ড, থানা ও অঞ্চলভিত্তিক কাঠামো গড়ে তোলার কাজ হাতে নেবে।