• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পাবনায় অপহৃত ছাত্রী রাজশাহীতে উদ্ধার,যুবক গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
পাবনায় অপহৃত ছাত্রী রাজশাহীতে উদ্ধার,যুবক গ্রেপ্তার
পাবনায় অপহৃত ছাত্রী রাজশাহীতে উদ্ধার,যুবক গ্রেপ্তার

Advertisements

পাবনায় অপহরণের শিকার নবম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে রাজশাহীতে উদ্ধার ও অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। রোববার রাজশাহীর চারঘাট উপজেলার ইউসূফপুর সিপাইপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী রাব্বি মন্ডল (১৮) পাবনা সুজানগর থানার মহব্বতপুর এলাবার মসলেম উদ্দিনের ছেলে। র‌্যাব-৫ অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, স্কুলে যাতায়াতের পথে রাব্বি মণ্ডল ওই কিশোরীকে বিয়ের প্রলোভনসহ কু-প্রস্তাব দিত বলে অভিযোগ রয়েছে। বিষয়টি পরিবারের কাছে জানালে রাব্বি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার ক্ষতি করার পরিকল্পনা করে।
গত ১৪ জুলাই সকাল ১০টার দিকে ওই কিশোরীকে মার্কেটে নিয়ে যাওয়ার কথা বলে আরেক আসামির সহায়তায় স্কুলের সামনে থেকে রাব্বি ও তার সহযোগীরা জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। পরে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় অপহরণের মামলা দায়ের করেন।
মামলার পর বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নামে এবং র‌্যাব-৫ গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে র‌্যাব-৫, সিপিএসসি’র একটি দল রোববার ভোরে চারঘাটের ইউসূফপুর সিপাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাব্বি মণ্ডলকে গ্রেপ্তার করে এবং স্কুলছাত্রীকে উদ্ধার করে। আসামী ও ভিকটিমকে জিডি মূলে সংশ্লিষ্ট পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আরো খবর