রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন তালাইমারী মোড়ে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। রোববার রাত ১২টা ১০ মিনিটে অভিযান পরিচালনা করে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী আব্দুল্লাহ আল কাফি (২৮) রাজশাহী জেলার দুর্গাপুর থানার শ্যামপুর এলাকার আতাউর রহমানের ছেলে ও জালাল মৃধা (৪০) একই এলাকার আহাদ মৃধার ছেলে। র্যাব-৫ অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে দুর্গাপুরের আলিয়াবাদ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয় করছে। পরে গোয়েন্দা দলের মাধ্যমে আসামিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। গভীর রাতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার এবং মাদকদ্রব্যসহ অন্যান্য আলামত জব্দ করা হয়।
আসামীরা এলাকার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছিল। আসামিদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।