• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী কলেজে ছাত্রলীগের হামলার একবছর পর তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
রাজশাহী কলেজে ছাত্রলীগের হামলার একবছর পর তদন্ত কমিটি গঠন
রাজশাহী কলেজে ছাত্রলীগের হামলার একবছর পর তদন্ত কমিটি গঠন

Advertisements

১৬ জুলাই ২০২৪ রাজশাহী কলেজে ছাত্রলীগের নেতাকর্মী কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন করেছে রাজশাহী কলেজ প্রশাসন। মঙ্গলবার রাজশাহী কলেজের ওয়েবসাইটে প্রকাশিত কলেজ অধ্যক্ষ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২০২৪ সালের জুলাই বিপ্লব ও তৎপূর্বে (১৬ই জুলাই) রাজশাহী কলেজে সংঘটিত তৎকালীন সরকারের অঙ্গ সংগঠন ছাত্রলীগ কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর সহিংস ঘটনা তদন্তের লক্ষ্যে সহিংসতা চলাকালীন প্রতাক্ষদর্শীদের (শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী) সাক্ষ্য আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১১ টায় শিক্ষক মিলনায়তনে গ্রহণ করা হবে। এ বিষয়ে উক্ত ঘটনার প্রত্যক্ষদর্শীদের (শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী) তথ্য ও প্রমাণাদিসহ উল্লিখিত সময়ের মধ্যে সাক্ষ্য প্রদানের জন্য উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর যহুর আলী বলেন, উক্ত ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট সকলের কাছে আমরা তথ্য ও প্রমাণাদি চেয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছি। সকলের সহযোগীতায় তথ্য প্রমাণের উপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরো খবর