রাজশাহীর তানোরে আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে গরিব অসহায় আনছার ভিডিপি মহিলা সদস্যদের মাঝে বিনামূল্যে উন্নত প্রজাতির হাঁসের ১০০ টি বাচ্চা নিজ অর্থায়নে বিতরণ করেন সহকারী আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলাম। রোববার সকাল ১০টায় উপজেলার কামার গাঁ ইউনিয়নের মাদারীপুর আইডিয়াল কলেজ মাঠে এ বিতরণ করেন।
জানা গেছে,কামার গাঁ ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলাম প্রায় ৫বছর ধরে মানবতার ফেরিওয়ালা হিসেবে ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে চলেছেন।
এছাড়াও ইউনিয়ন জুড়ে প্রায় ৫ হাজারের মতো বিভিন্ন প্রজাতির ফলজ বনজ গাছ রোপণ করেছেন। কিন্তু এবার মহিলাদের মাঝে উন্নত প্রজাতির হাঁসের বাচ্চা বিতরণ করে নতুন আলোড়ন সৃষ্টি করেছেন জামিরুল ইসলাম।কামার গাঁ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ২০টি পরিবারের মাঝে ৫ টি করে ১০০টি উন্নত প্রজাতির হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে, যা স্থানীয় দরিদ্র নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।মহিলাদের মধ্যে হাঁসের বাচ্চা বিতরণ করা একটি জনপ্রিয় উদ্যোগ। এতে গ্রামীণ নারীরা স্বাবলম্বী হতে পারে এবং তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে।
এই উদ্যোগের মাধ্যমে নারীরা হাঁস পালনে আরো উৎসাহিত হয়ে আয় করতে পারে, যা তাদের পরিবার ও সমাজের জন্য ইতিবাচক প্রভাব ফেলে। উন্নত প্রজাতির হাঁসের বাচ্চা পেয়ে নারীরা খুব খুশি এবং তারা এটি পালন করে স্বাবলম্বী হওয়ার আশা করছেন। আনসার ভিডিপি কর্মকর্তা মুস্তাকিমা বলেন, জামিরুল ইসলামের এমন ভালো উদ্যোগ দেখে আমরা গর্বিত। সমাজের বিত্তবান মানুষরা অসহায় গরিব-দুখী মানুষের পাশে এভাবে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন, ভিডিপি সদস্য নুরুজ্জামান, ভিডিপি সদস্য তোতা মন্ডল, আনসার সদস্য বুলবুলসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।