রাজশাহীর তানোরে বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে ইসমাইল হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার বাঁধাইড় ইউপির শিবরামপুর পশ্চিম পাড়া গ্রামের আলমগীরের ছেলে।
জানা গেছে, বুধবার সকাল ১১ টার দিকে শিবরামপুর পশ্চিম পাড়া মাঠে ধান কাটতে যায় ইসমাইল হোসেন।
এসময় ওই জমিতে থাকা রাসেল ভাইপার সাপ কামড় দেয়। সংবাদ পেয়ে পরিবারের লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফাট করেন। রামেকে চিকিৎসা চলা অবস্থায় কৃষক ইসমাইলের মৃত্যু হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করার জন্য রিপোর্ট দেয়া হয়েছে। এটা নিয়ে আতংকিত না হওয়ার পরামর্শ দেন তিনি।