• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের রেজিওনাল সামার সামিট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ২৮ জুন, ২০২৫
বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের রেজিওনাল সামার সামিট অনুষ্ঠিত
বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের রেজিওনাল সামার সামিট অনুষ্ঠিত

Advertisements

রাজশাহীতে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের রেজিওনাল সামার সামিট অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ থেকে দুপুর দুইটা পর্যন্ত চলা অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার কাইছার রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাওয়াদুল হক।

রাজশাহী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জহিরুল হকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফারুক আহম্মেদ।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের রাজশাহীর সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ আখতারুল ইসলাম। রোগ নির্ণয়ে আর্টফিসিয়াল ইন্টিলিজেন্সের ব্যবহার নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহের কমিউনিটি বেইজড মেডিকেল কলেজের অধ্যাপক সাইয়েদুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক আজিজুল হক আজাদ ও ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার আরিফুল বাশার। রিজিওনাল সামিটে চিকিৎসাবিদ্যায় কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যৎ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় ।


আরো খবর