• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পুঠিয়ায় নারী-শিশুদের ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের বৃক্ষ উপহার প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: শনিবার, ২৮ জুন, ২০২৫
পুঠিয়ায় নারী-শিশুদের ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের বৃক্ষ উপহার প্রদান
পুঠিয়ায় নারী-শিশুদের ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের বৃক্ষ উপহার প্রদান

Advertisements

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও বাসযোগ্য পৃথিবী গড়তে রাজশাহীর পুঠিয়ায় নারী ও শিশুদের বৃক্ষ উপহার প্রদান করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। শনিবার (২৮ জুন) দুপুরে উপজেলার বানেশ্বর সরকারি কলেজ মাঠেএ উপহার প্রদান করেসংগঠনটি। এ সময় কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণও করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান। এ সময় বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. শওকত আলী, বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলার যুগ্ম আহবায়ক মোকলেসুর রহমান বিজয়, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সিনিয়র সদস্য সোহানুর রহমান ও মাসুদ পারভেজসহস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিন পুঠিয়ায় কাঁঠাল, পেয়ারা, জাম, আমলকি, মেহগনি ও কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০০টি গাছ উপহার প্রদান ও রোপণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর বৃক্ষ উপহার তুলে দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। আগামীতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান।


আরো খবর