• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আহলেহাদীস জামা’আতের আমীরের ইন্তেকাল

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

Advertisements

উপমহাদেশের প্রখ্যাত আলেম, শত শত মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা, প্রবীণ সংগঠক ও আল-মারকাযুল ইসলামি আস-সালাফী (রাজশাহী)-এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল এবং ‘বাংলাদেশ আহলেহাদীস জামা’আত’-এর আমীর শায়খ আব্দুস সামাদ সালাফী গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের নওদাপাড়া আমচত্বর শাখার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত নানা জটিলতায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তার বয়স হয়েছিল ৮৭ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম শায়খ আব্দুস সামাদ সালাফীর প্রথম জানাজার সালাত পবা ডাঙ্গীপাড়া আল জামিয়াহ সালাফিয়ায় সকাল ৮ টায়, দ্বিতীয় জানাজার সালাত নওদাপাড়ার আল মারকাজুল ইসলামী আস-সালাফীতে সকাল ১১টা এবং তৃতীয় জানাজার সালাত গোদাগাড়ী উপজেলার সারাংপুরে দুপুর দেড়টায়। পরে তাকে সারাংপুর পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
এদিকে তাঁর ইন্তেকালে বাংলাদেশ আহলেহাদীস ছাত্রসমাজ-এর কেন্দ্রীয় সভাপতি শামীম আহমেদ গভীর শোক প্রকাশ করে এক বিবৃতিতে বলেন, বিশ্ব মুসলিম উম্মাহ আজ এক প্রথিতযশা আলেম ও দূরদর্শী নেতাকে হারালো। পাহাড়সম ব্যাক্তিত্ব, নীতিতে অটল ও অবিচল একজন দ্বীনের একনিষ্ঠ খাদেম যার নীতি ও ত্যাগ এ উম্মাহর পথ প্রদর্শক ও উজ্জীবনি শক্তি হিসেবে জাতিকে অনুপ্রাণিত করবে। তিনি জাতির দূর্দিনে উম্মাহর কান্ডারী হিসেবে রেখেছেন এক অনুসরণীয় দৃষ্টান্ত। দক্ষিণ এশিয়া তথা আহলেহাদীস কওম হারালো একজন অভিভাবক, যাঁর জীবনভর খেদমত ও ত্যাগ এই কওমের পথপ্রদর্শক হয়ে থাকবে। তাঁর শূন্যতা সহজে পূরণযোগ্য নয়।


আরো খবর