Advertisements

ফারাক্কার কারণে বরেন্দ্র অঞ্চল কারবালায় পরিণত হয়েছ বলে মন্তব্য করেছে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। শুক্রবার বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বছর উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় যোগদানের পূর্বে তিনি সাংবাদিকদেরএসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, মাওলানা ভাসানী নব্বই বছর বয়সে যে ফারাক্কা লং মার্চ করেছে আমরা সেটা আদায় করব। সেটার জন্য ভারতের সাথে চুক্তি আবার করছি। দরকার হলে যদি আমরা ঠিক মতো না পাই, তাহলে আন্তর্জাতিক মহলে নিয়ে যাব।
তিনি আরো বলেন, জীবন জীবিকা, মাছ, জলজ প্রাণী সবকিছু ধ্বংস হয়েছে। সরাসরি ৬ কোটি মানুষ এটার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে এদেশে কারবালা তৈরি হয়েছে। এটার ন্যায্য বিচার চাই আমরা। অন্তবর্তীকালীন সরকার হিসেবে আমরা ভারতের উপর এটির জন্য চাপ সৃষ্টি করব।
তিনি ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বছর উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় যোগদান করেন। এই সভায় তিনি প্রধন অতিথি হিসেবে উপস্থিত আছেন।
সভায় ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বছর উদযাপন কমিটির আহ্বায়ক মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নাকিব, লেখক ও গবেষক বেনজিন খান, প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু: যহর আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারপ্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদ প্রমুখ।#