• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় মামীর সাথে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

Advertisements
নওগাঁর পত্নীতলার পশ্চিম পাটিচড়া এলাকায় মামীর সাথে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তাকিয়া (১০) নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পশ্চিম পাটিচড়া এলাকার আত্রাই নদীতে এ দূর্ঘটনা ঘটে।
নিহত তাকিয়া উপজেলার পশ্চিম পাটিচড়া গ্রামের রিপন আলীর মেয়ে ও উপজেলা সদরের স্টামফোর্ড কিন্ডারগার্টেনের ছাত্রী।
স্থানীয় ইউপি সদস্য বিপুল জানান, নিহত শিক্ষার্থীর বাবার সাথে তার মায়ের বনিবনা না হওয়ায় তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়। এরপর থেকে সে তার মায়ের সাথে নানার বাড়িতে থাকে। আজ দুপুরে তার মামীর সাথে আত্রাই নদীতে গোসল করতে যায়। নদীতে নামার পর সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের জানালে তারা দীর্ঘ দেড় ঘন্টা খোঁজাখুজির পর তাকিয়াকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে কারো কোন আপত্তি না থাকায় নিহতের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আরো খবর