Advertisements

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মাট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রামান্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও পোনা অবমুক্ত করা হয়।
বুধবার সকাল দুপুর সাড়ে ১২টায় উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাই চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, বগুড়া জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ প্রমূখ।
শেষে উপজেলার তিনজন শ্রেষ্ঠ মাছ চাষীকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। এর আগে উপজেলা চত্ত্বরে পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।