• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

Advertisements

রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুর হাদির মোড় এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- নাজমুল হাসান রাব্বি (২৬) ও আবুল হাসান (২৩)। নাজমুল হাসান রাব্বি কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ থানার ভুলিয়ারা এলাকার মৃত মন্তাজ উদ্দিনের ছেলে ও আবুল হাসান একই এলাকার মো: আব্দুল মালেকের ছেলে।

নগর পুলিশ জানায়,  গতকাল সোমবার (২৯ জুলাই) রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া মডেল থানার রামচন্দ্রপুর হাদির মোড় এলাকায় দুই ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল রাত সোয়া ১ টায় বোয়ালিয়া মডেল থানার রামচন্দ্রপুর হাদির মোড় এলাকায় অভিযান চালিয়ে  নাজমুল হাসান রাব্বি ও আবুল হাসানকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, গাঁজাগুলো বিক্রয়ের জন্য তাদের কাছে রেখেছিলো। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগশাজসে গাঁজা কুমিল্লা থেকে নিয়ে রাজশাহী মহানগরীর মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসছে।

গ্রেফতারকৃতদের বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর