• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ব্রাউন ব্রেড আইসক্রিম খেয়েছেন কখনো?

লাইফস্টাইল ডেস্ক
সর্বশেষ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪

Advertisements

কত ধরনের আইসক্রিমের নামই না শুনেছেন হয়তো। কিন্তু ব্রাউন ব্রেড দিয়েও বানানো যায় সুস্বাদু আইসক্রিম, তা জানেন কয়জন? সহজ উপকরণে বাড়িতেই বানিয়ে ফেলুন ব্রাউন ব্রেড আইসক্রিম।

তাহলে চলুন জানি সহজ রেসিপি-
যা লাগবে: এক কাপ দুধ, চিনি আধ কাপের একটু বেশি, ডিম চারটি, ব্রাউন ব্রেড পাঁচ স্লাইস, দুই কাপ ক্রিম, কমলালেবুর রস আধ কাপ/চকোলেট এসেন্স ও চকো ক্রিম

যেভাবে বানাবেন: একটি প্যানে দুধ ও চিনি একসঙ্গে মাঝারি আঁচে বসান। দুধ ঘন হলে নামিয়ে নিন। আরেকটা পাত্রে ডিমের হলুদ অংশ নিয়ে তার মধ্যে ফোটানো দুধ ধীরে ধীরে মিশিয়ে ফেটাতে থাকুন। মিশ্রণটা ফুলো-ফুলো হলে সেটাকে আবার প্যানে ঢেলে কম আঁচে বসিয়ে দিন। মিশ্রণ বেশ গাঢ় হলে নামিয়ে ঠান্ডা করুন।

আরেকটি প্যানে মাঝারি আঁচে ব্রেডগুলো সেঁকে নিন। সেগুলো মুচমুচে হলে গুড়া করুন। এর আগের মিশ্রণের মধ্যে ব্রেডক্রাম্ব এবং কমলালেবুর রস মেশান। এখানে কেউ চাইলে চকোলেট এসেনস ও চকো ক্রিমও মেশাতে পারেন। এয়ারটাইট কন্টেনারে মিশ্রণটা ঢেলে, ভালো মতো মুখটা বন্ধ করে ফ্রিজে রেখে দিন কিছুক্ষণ। এরপর একটি পাত্রে ক্রিম ফেটিয়ে নিন। তারপর ফ্রিজে রাখা মিশ্রণের মধ্যে ফেটানো ক্রিম ঢেলে ছয় ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এবার একটি পাউরুটি সেঁকে ঠান্ডা করে তার ওপর কমলালেবুর রস ছড়িয়ে আইসক্রিম রেখে পরিবেশন করুন।


আরো খবর