রাজশাহীর মোহনপুরে উপজেলার নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে মোহনপুর উপজেলা চত্ত্বর থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গত ২৩ জুলাই মোহনপুর থানার দুই নারী পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় আজ বৃহস্পতিবার তার বিরুদ্ধে মামলা হলে সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিৎ করে জানান, গত সোমবার (২৩জুলাই) মোহনপুর থানায় কর্মরত পুলিশের দুই মহিলা কনস্টেবল শান্তনা রানী মহন্ত (২৩) ও সাথী রানীর (২২) উপর হামলা চালিয়ে আহত করেন মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা। পরে আহত শান্তনা রানী মহন্ত বাদি হয়ে মোহনপুর থানায় মামলা দায়ের করলে সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
মামলায় উল্লেখ করা হয়েছে , গত ২৩জুলাই (সোমবার) রাতে বাকশিমইল কাঁচা বাজারে সাথী রানী শীল , শান্তনা মহান্ত বাজার সেরে অসুস্থ কনস্টেবল সাথী রানী শীলকে নিয়ে বাসায় ফিরছিলেন । এসময় বাজারে ভাইস চেয়ারম্যান হাবিবার সঙ্গে তাদের দেখা হয়। সাথী রানীর হাতে ক্যানুলা ছিল।
ক্যানুলা দেখে মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা জিজ্ঞাসা করেন সাথী রানী শীলের হাতে কী হয়েছে। তারা দুজন কথা না বলে সেখান থেকে চলে আসার চেষ্টা করলে হাবিবা গালাগাল শুরু করেন। এ সময় ভাইস চেয়ারম্যান হাবিবা তাদের বলেন মোহনপুর থানায় চাকরি করতে হলে আমার কথার জবাব দিতে হবে। এসময় তিনি দুই পুলিশ সদস্যকে তুই সম্বোধন করে কথা বলেন।
এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে হাবিবা দুই কনস্টেবলকে লাথি মারেন। এর মধ্যে শান্তনা মহান্তর বাম হাতের কবজিতে কামড় দিয়ে আহত করেন ভাইস চেয়ারম্যান হাবিবা। হাবিবার হামলায় কনস্টেবল সাথী রানী শীল আহত হন। দুই পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় হাবিবার বিরুদ্ধে মোহনপুর থানায় মামলা দায়ের হলে উপজেলা চত্ত্বর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কে এইচ এম এরশাদ উপস্থিত ছিলেন ।
মোহনপুর থানার ওসি আরো জানান, হাবিবা বেগমকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।থানার দুই কনস্টেবলের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।