• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নানা আয়োজনে রাবির ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ৬ জুলাই, ২০২৪

Advertisements

নানা আয়োজনে উদযাপিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০টা ৫মিনিটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

এরপর একই স্থানে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সকাল সাড়ে ১০ টার দিকে প্রশাসন ভবনের সামনে থেকে রাবি উপচার্য গোলাম সাব্বির সাত্তারের নেতৃত্বে একটি বর্ণঢ্য শোভা যাত্রা বের করা হয়।

শোভাযাত্রটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় প্রসাশন ভবনের সামনে এসে শেষ হয়। এরপর ১১টায় ক্যম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এদিকে, পেনশন বিষয়ে চলমান আন্দোলনের কারণে দিবসটি উদযাপনে অংশ নেয়নি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

 


আরো খবর