• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পুঠিয়ায় প্রকাশ্যে চলছে জুয়া ও মাদক ব্যবসা 

পুঠিয়া প্রতিনিধি 
সর্বশেষ: রবিবার, ২৩ জুন, ২০২৪

Advertisements
রাজশাহীর পুঠিয়া উপজেলায় হঠাৎ করে  রমরমা মাদক ব্যবসা ও প্রকাশ্যে জমে উঠেছে জুয়া। অলিতে গলিতে এখন পাওয়া যায় মাদক। আর মাদক ব্যবসা থেকে বাদ পড়েনি নারী-পুরুষ পাশাপাশি অর্থ লোভে কিশোর যুবকরাও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে।
মাদকের পাশাপাশি চলছে জুয়া। পুঠিয়া উপজেলার গ্রাম থেকে শুরু করে পুঠিয়া পৌর এলাকার সব খানে সমান ভাবে চলছে মাদক ও জুয়া। প্রশাসন নিরব ভূমিকা পালন করায় এখন উপজেলার প্রত্যেকটি গ্রামেই মাদকের বড় বড় আশ্রয় কেন্দ্র গড়ে উঠেছে।
 উপজেলায় মাদক ব্যবসায়ী সংশ্লিষ্ঠ থানা পুলিশের তথ্যমতে জানা গেছে, বর্তমানে সবচেয়ে বেশী কেনা-বেচা হচ্ছে গাঁজা,ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, আইস্ ও ট্যাপেন্ডটল ট্যালেট।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, মাদক ও জুয়া চলে সরিষাবাড়ী,পান্না পাড়া,গাঁওপাড়া ঢালান,জিউপাড়া,ঝলমলিয়া,পীরগাছা,ধোপাপাড়া, ফুলবাড়ী, ভাল্লুকগাছি,চকদলপপুর, বিড়ালদহ, বানেশ্বর , এসব এলাকায় প্রকাশ্যে দিনের আলো থেকে শুরু করে রাত ভোর পর্যন্ত চলে জুয়া ও মাদক এর ব্যবসা।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার বিভিন্ন এলাকাবাসীর অভিযোগ করে বলেন, আমার প্রতিবাদ করতে গেলে মামলা দেওয়ার ভয় দেখায়। বিভিন্নভাবে হুমকি দেয়। আরো বলে আমরা প্রশাসনকে ম্যানেজ করে মাদক ব্যবসা ও জুয়া পরিচালনা করছে।
এ বিষয় অভিযোগ দিয়ে কোন লাভ হবে না। আশেপাশের প্রায় সব গ্রামে মাদক বিক্রি হয়। আমাদের ছেলেদের  নিয়ে আমরাও খুবই দুশ্চিন্তায়। প্রধানমন্ত্রী যেখানে বলেছে মাদককে জিরো টলারেন্স নামানোর জন্য কিন্তু মাঠ পর্যায়ে সব কিছুই উল্টো দিচ্ছে প্রশাসনের নজরদারির অভাবে।
বিভিন্ন সময় দেখি র‌্যাবের অভিযানে পুঠিয়া বিভিন্ন স্থান থেকে মাদক ব্যবসায়ী সহ মাদক ধরা পড়ে। পুলিশের অভিযানে কোন বড় ধরণের মাদক ব্যবসায়ী আটক হয় না।
উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আমার রাজশাহী জেলার ৫ টি থানা নিয়ে কাজ করি। আমাদের জনবল মাত্র ৬ জন। এই পরিমাণে জনবল নিয়ে পাঁচটি থানায় প্রতিনিয়তই অভিযান চলমান রয়েছে। মাদক মুক্ত পরিবেশ গড়ার জন্য পিতা-মাতার ভূমিকা অসীম সেই জন্য আমাদের পাশাপাশি পিতা-মাতা যদি তাদের সর্বক্ষণিক সন্তান খোঁজ খবর রাখে তাহলে সম্ভব মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলা।
পুঠিয়া থানা (ওসি) সাইদুর রহমান জানান, জুয়া  বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আমরা মাঝের মধ্যে এদেরকে গ্রেফতার করছি।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা পাশাপাশি আমরাও বিভিন্ন এলাকা নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছি।


আরো খবর