• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

দুটি বস্তায় সাড়ে ৪৭ কেজি গাঁজা; মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক 
সর্বশেষ: শুক্রবার, ৭ জুন, ২০২৪

Advertisements

নওগাঁ পত্নীতলায় অভিযান চালিয়ে সাড়ে ৪৭ কেজি গাঁজাসহ মাদক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শুক্রবার (৭জুন) ভোর রাত একটার দিকে উপজেলার ঘোষনগর নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, -ঘোষনগর এলাকার নবির উদ্দিনের ছেলে নুর নবী (৩৮) ও চাঁপড়া এলাকার রামপদদের ছেলে রজনী কান্ত (৩২) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার দেউপাড়া এলাকার ইসাহাকের ছেলে নবী (৩০)। এদিন দুপুর ১২টার দিকে র‌্যাব থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা সঙ্গবদ্ধ মাদক চক্রের সদস্য। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। তারা কুমিল্লা জেলার ভারতীয় সীমান্ত এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করতো। এরপর কৌশলে নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

বিষয়টি জানতে পেরে র‌্যাব তাদের গতিবিধির উপর নজর রাখে। এবং গাঁজার একটি বড় চালান নিয়ে চক্রটি অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস দল শুক্রবার ভোর রাত পৌনে একটার দিকে নওগাঁ জেলার পতœীতলা থানাধীন ঘোষনগর নামক এলাকায় মোসলেমের মোড় থেকে উপরোক্ত মাদক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছে থাকা ২টি বস্তা তল্লাশী করে উক্ত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তিনটি মোবাইল ও তিনটি সিম উদ্ধার করা হয়। পরবর্তীতে পত্নীতলা থানায় একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আরো খবর