Advertisements

হিন্দুধর্মের একজন শ্রদ্ধেয় সাধক এবং আধ্যাতিক ব্যক্তিত্ব লোকনাথ বাবা’র তিরোধান দিবস অনুষ্ঠিত হয়েছে। ত্রিকালদর্শী মহাযোগী শ্রী শ্রী লোকনাথ বাবা কলির পাপীদের উদ্ধারের জন্য ১১৩৭ বঙ্গাব্দে (১৭৩০খ্রীঃ) উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট থানার স্বরুপনগর-কচুয়া গ্রামে পিতা-রামকানাই ঘোষাল, মাতা-কমলাদেবী ঘরে আবিভৃুত হন।
লোকনাথের বয়স যখন এগার বছর তখন গুরু ভগবান গাঙ্গুলী তাঁকে ও তাঁর বন্ধু বেনীমাধব বন্দ্যোপাধ্যয়কে উপনয়ন ও দীক্ষা দেন এবং তাঁদের নিয়ে গৃহত্যাগ করেন। গৃহত্যাগের পর কিছু দিন ব্রত পালনের পর লোকনাথ চলে যান হিমালয়ে। দীর্ঘ ৯০বছর বরফের উপর কঠোর সাধনা করে সিদ্ধিলাভ করেন। কথিত আছে, লোকনাথ বাবা ১৬০ বছর বেঁচে ছিলেন।
১৮৯০ খ্রিষ্টাব্দের ১৯ জ্যৈষ্ঠ তিনি দেহ ত্যাগ করেন। বাংলাদেশের নারায়নগঞ্জের সোনারগাঁওয়ের বারদী আশ্রমে মহাসমাধি লাভ করেন লোকনাথ বাবা।
এ বিষয়ে আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকার জানান, লোকনাথ বাবাকে মহাদেবের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়।
রোববার তাঁর তিরোধান দিবসে উপজেলা ছয়টি ইউনিয়ন ও একটি পৌর সভায় প্রায় অর্ধ-শতাধিক গৃহ ও মন্দিরে লোকনাথ বাবার অনুসারীরা তাকে চেতনার জীবন্ত মূর্ত প্রতীক মনে করে বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজো অর্চণা অনুষ্ঠিত হয়েছে।