• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

লালপুর উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

লালপুর প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ২২ মে, ২০২৪

Advertisements

নাটোরের লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শামীম আহম্মেদ সাগর জয়ী হয়েছেন, ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন তৌহিদুল ইসলাম বাঘা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন মাহফুজা খাতুন শাপলা।

মঙ্গলবার (২১ মে) রাতে বেসরকারিভাবে  ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ মাছুদুর রহমান।

রিটার্নিং কর্মকর্তা জানান, এই উপজেলায়  মোট ভোটার সংখ্যা ২ লক্ষ্য ৩৮ হাজার ৮ শত ৪৪ জন। ৮৪ টি ভোটকেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গণনা শেষে চেয়ারম্যান পদে ৩০ হাজার ৫১৪ ভোট পেয়ে (কাপ পিরিজ) প্রতীকের প্রার্থী শামীম আহমদ সাগর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফতাব হোসেন ঝুলফু (দোয়াত কলম) প্রতীক ২৬ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে তৌহিদুল ইসলাম বাঘা (টিউবওয়েল প্রতীক)  ৫০ হাজার ৬১৫ ভোটে নির্বাচিত হয়েছেন,  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন (সাবেক) ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি ( উড়োজাহাজ প্রতীক) ২৯ হাজার ১৩২ ভোট পেয়েছেন।

এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহফুজা খাতুন শাপলা (ফ্যান প্রতীক) নিয়ে ৪০ হাজার ৮০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাবনী সুলতানা ( কলস প্রতীক) ২৪ হাজার ১৭৫ ভোট পেয়েছেন।

লালপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


আরো খবর