• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাণীনগরে কোটি টাকা মূল্যের লক্ষ্মী-নারায়নের মূর্তি উদ্ধার

রাণীনগর প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ২০ মে, ২০২৪

Advertisements

নওগাঁর রাণীনগরে কষ্টি পাথরের একটি লক্ষ্মী-নারায়ন মূর্তি উদ্ধার করেছে রাণীনগর থানাপুলিশ। গত রবিবার দিন উপজেলার কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল বাজার থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। কষ্টি পাথরের এই মূর্তির ওজন ১৪ কেজি ৭০০ গ্রাম।

রাণীনগর থানাপুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে রাতোয়াল গ্রামের শুকবর নামে এক ব্যক্তির পুকুর সংস্কার করা হয়। পুকুরের মাটি কিনে নিয়ে স্থানীয় একজন রাতোয়াল বাজারে জায়গা ভরাট করে। ভরাটকৃত মাটি সমান করার জন্য বেশ কয়েকজন শ্রমিক কাজ করার সময় একটি লক্ষ্মী-নারায়ন মূর্তি বের হয়। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দিলে রবিবার দিন ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে অসা হয়।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ বলেন, মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যার মূল্য আনুমানিক কোটি টাকা হবে। আইনী প্রক্রিয়া শেষে মূর্তিটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।


আরো খবর