• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পত্নীতলায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

পত্নীতলা প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

Advertisements

নওগাঁর পত্নীতলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সকালে পত্নীতলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন (এলডিডিপি) প্রকল্পের সহযোগিতায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পপি খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু তালেব প্রাং,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান,আরও বক্তব্য রাখেন কৃষি অফিসার শহিদুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা  জাহিদুর রহমান জাহিদ, ওসি মোজাফফর হোসেন, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্থানীয় সুধিজন,বিভিন্ন খামারি ও প্রাণি প্রেমীরা প্রমূখ

আলোচনা সভায় অতিথিরা বলেন প্রাণিসম্পদ
উৎপাদন বৃদ্ধির মাধ্যমে নিরাপদ আমিষ সরবরাহ নিশ্চিত করা, দুধ, ডিম, মাংস, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি করা, পশু-পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা ও ছোট খামারিদের প্রতিকূল পরিবেশ মোকাবেলা করার বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে।

পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেরা খামারিদের পুরস্কার প্রদান করেন।


আরো খবর