• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের স্মারকলিপি প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের স্মারকলিপি প্রদান
৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের স্মারকলিপি প্রদান

Advertisements

আসন্ন জাতীয় নির্বাচনের আগে ‘জুলাই সনদ’ বাস্ত বায়নের আদেশ জারি এবং সেই আদেশের ওপর গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার সকালে শহরের বড় ইন্দারা মোড় থেকে একটি মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কাছে পাঁচ দফা দাবিনামা সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবু জার গিফারী, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিম ও জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবু বকর।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা নায়েবে আমির অধ্যাপক মুখলেসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতে ঘোষিত পাঁচ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। তারা তাদের দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।


আরো খবর