• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ১৬ জুন

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

Advertisements

সৌদি আরবে দেখা গেছে ১৪৪৫ সনের জিলহজের মাসের চাঁদ। বৃহস্পতিবার (৬ জুন) চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দিয়েছে সৌদির সুপ্রিম কোর্ট। তবে চাঁদ দেখা গেছে নাকি দেখা যায়নি সেটি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। গালফ নিউজসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, চাঁদ দেখা যায়নি। তারা ১৭জুন সৌদিতে ঈদুল আজহা উদযাপনের কথা জানায়।

তবে কিছুক্ষণ পর দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ জানায় আল হারিকে একজন চাঁদ দেখার দাবি করেছেন। এর কিছুক্ষণ পর গালফ নিউজ জানায়, সুপ্রিম কোর্ট জানিয়েছে সৌদিতে চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট আগামী ১৬ জুন পবিত্র ঈদুল আজহার প্রথম দিন এবং ১৫ জুন আরাফাত দিবস হওয়ার ঘোষণা দেয়।

সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে জানায় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় তুমাইর থেকে চাঁদ দেখা সম্ভব হয়নি। সন্ধ্যা ৭টার দিকে আরেক আপডেটে ‘ইনসাইড দ্য হারামাইন’ জানায় দেশের অন্যান্য কেন্দ্রগুলো থেকেও চাঁদ দেখতে পাওয়ার কোনো খবর পাওয়া যায়নি।


আরো খবর