• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচবিবিতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ইউসিআইসিএস ২০২৬ এর সমাপনী রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা রাজশাহীতে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বিজিবির অভিযানে ১০২০ পিস ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ বেগম খালেদ জিয়া জীবন দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন: মিলন শিক্ষকদের কোচিং বাণিজ্য নির্দেশনা মানছে না রাজশাহী বিভাগের কোন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীতে এলপিজি সংকটে বন্ধ হচ্ছে হোটেল-রেস্তোরাঁ বেগম খালেদা জিয়া এক উজ্জ্বল নক্ষত্র: মিনু আদিনা সরকারি কলেজ জেলায় শ্রেষ্ঠ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সেমাই কারখানায় সাংবাদিক প্রবেশ নিষেধ কেন?

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

Advertisements

ঈদুল ফিতরের বড় আয়োজন থাকে সেমাই ঘিরে। এই সময়ে সেমাইয়ের প্রচুর চাহিদা তৈরী হয়। এই চাহিদার কথা মাথায় রেখে এরই মধ্যে রাজশাহীতে শুরু হয়েছে সেমাই তৈরীর কার্যক্রম। রাজশাহী নগরীর বিসিক এলাকায় বেশ কিছু কারখানায় দিনরাত চলছে সেমাই তৈরী। কিন্তু এসব কারখানার বেশিরভাগেই সাংবাদিকদের প্রবেশ নিষেধ। কারখানার মালিক বা ম্যানেজার কেউই সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। তারা বলছেন, ভেতরে প্রবেশ করা যাবে না। ছবি তোলাও যাবে না। রোববার বিকেলে নগরীর বিসিক এলাকায় রাজশাহী সংবাদের ফটো সাংবাদিক যান। সেমাই তৈরীর ছবি তুলতে গিয়ে তিনি বেশ কয়েকটি কারখানায় গিয়ে ছবি তোলার অনুমতিতো পাননি, ভেতরে যেতেও পারেন নি। সবখানে গেটেই তাকে আটকে দেয়া হয়। কারখানার মালিক বা ম্যানেজার জানান, ভেতরে প্রবেশ করা যাবে না। আবার কেউ কেউ বলেন, লিখিত আবেদন করেন, তার পর সিদ্ধান্ত জানানো হবে। শেষ পর্যন্ত প্রায় দুই ঘন্টা চেষ্টা করে একটি কারখানায় সেমাই তৈরীর ছবি তোলার সুযোগ পাওয়া যায়। সেখানে কারখানার শ্রমিকদের পরিচ্ছন্ন পরিবেশেই সেমাই ভাজতে দেখা গেছে।
প্রশ্ন উঠেছে সেমাই কারখানা মালিকরা সেমাই তৈরীর ছবি কেন তুলতে দিতে চান না? খোঁজ নিয়ে জানা গেছে, অনেক কারখানা মালিকই স্বাস্থ্যসম্মত পরিবেশে সেমাই তৈরী করছেন। নিয়ম মেনে তারা এসব সেমই তৈরী ও বিপনন করছেন। তবে, অনেক কারখানার পরিবেশ নিয়ে রয়েছে প্রশ্ন।


আরো খবর