• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সান্তাহারে নাশকতা মামলায় ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
সান্তাহারে নাশকতা মামলায় ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার
সান্তাহারে নাশকতা মামলায় ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

Advertisements

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের নাশকতা মামলায় বুলবুল আহমেদ (২৯) নামের এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্যকে গ্রেপ্তার করেছে শহর ফাঁড়ির পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের হাউজিং কলোনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুলবুল আহমেদ সান্তাহার পৌর শহরের হাউজিং কলোনীর নতুন বাজার মহল্লার শাহ কামাল হোসেনের ছেলে। তিনি সান্তাহার পৌর ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত আহবায়ক কমিটির সদস্য।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।
আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত বছরের ১৯ আগস্ট সোমবার রাতে সান্তাহার পৌরসভার তিয়রপাড়া মোড়ে যুবদলের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ২১ আগস্ট ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. আসিক হোসেন বাদী হয়ে ৭৭ জনের নাম উল্লেখসহ ২০০ জনকে আসামি করে থানায় মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।


আরো খবর