• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সাংবাদিকের বিরুদ্ধে জিডি প্রত্যাহারের দাবিতে রাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
সাংবাদিকের বিরুদ্ধে জিডি প্রত্যাহারের দাবিতে রাবিতে মানববন্ধন
সাংবাদিকের বিরুদ্ধে জিডি প্রত্যাহারের দাবিতে রাবিতে মানববন্ধন

সাংবাদিক শামছুল ইসলামের বিরুদ্ধে নেতকোণার সাবেক ডিসি বনানী বিশ্বাসের উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক জিডি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন করেন তারা।

এসময় রাবি প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন বলেন, সাংবাদিকতাকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বা সমাজের দর্পণ। কিন্তু বারবার আমাদেরকে সাংবাদিকদের দাবি নিয়ে প্যারিস রোডে বা ঢাকা প্রেসক্লাবের সামনে দাঁড়াতে হচ্ছে। আমাদের দেশে যদি সাংবাদিকদের নিরাপত্তা না থাকে তাহলে জনগণের নিরাপত্তা কোথায়? পূর্বের ফ্যাসিস্টরা সাংবাদিকদের কার্যক্রম বন্ধ রাখতে চেয়েছে।

তিনি আরো বলেন, নেত্রকোনার সাবেক ডিসির বিরুদ্ধে যে অভিযোগ, তা ইতোমধ্যে প্রমানিত হয়েছে। কিন্তু তাকে শুধুমাত্র অপসারণ করা হয়েছে। একজন দুর্নীতিবাজ আমলাকে বহিষ্কার না করে সরাসরি অপসারণ নব্য ফ্যাসিস্টের লক্ষণ। তিনি দুই-চার বছর পর আবার বড় পদে বহাল হবে না, তার নিশ্চয়তা নেই।

রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ডালিম হোসেন শান্ত বলেন, সাংবাদিক শামসুল আলম ছাত্র জীবনে এই বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করতেন। আমরা তার সাহসিকতা দেখেছি এবং জানি। তৎকালীন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অস্ত্রের ঝনঝানির বিরুদ্ধে তিনি রিপোর্ট করে লাঞ্চিত হয়েছিলেন। নেত্রকোনার তৎকালিন ডিসি বনানী বিশ্বাসের বিরুদ্ধে তিনি একটি রিপোর্ট করেছিলেন। যেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে তাকে সেখান থেকে অপসরণ করা হয়।

তিনি আরো বলেন, রাগ-ক্ষোভ থেকেই দমন নিপীড়নের অংশ হিসেবে সাংবাদিক শামসুল আলমের উপরে রমনা থানায় যে জিডি করা হয়েছে আমরা তার দ্রুত প্রত্যাহার দাবি করছি। আমরা কোন ধরনের অন্যায়, কোন ধরনের দুর্নীতি বা ভয়ের কাছে মাথা নত করবো না। আমরা এখান থেকে দাবি জানাতে চাই অতি দ্রুত বনানী বিশ্বাসের বিরুদ্ধে যেই অভিযোগগুলো রয়েছে সেগুলো তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যত দ্রুত সম্ভব বনানী থানার সেই জিডি প্রত্যাহার করতে হবে এবং তাকে আইনের আওতায় আনতে হবে।
মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রাবি সাংবাদিক সমিতি, রাবি রিপোর্টার্স ইউনিটিসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত অন্য সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


আরো খবর