• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতা চাঁদের মতবিনিময়

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতা চাঁদের মতবিনিময়
সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতা চাঁদের মতবিনিময়

Advertisements

বাঘায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজশাহী জেলার আহবায়ক আবু সাঈদ চাঁদ। অনুষ্ঠানে শতশত সনাতন ধর্মাবলম্বীরা ধানের শীষে ভোট দেওয়ার একাত্মতা প্রকাশ করেন।
রোববার দুপুরে উপজেলার পাকুড়িয়া পালপাড়ায় উপজেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার শাপলার সার্বিক তত্ত্বাবধানে ও রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহম্মেদ শামিম সরকারের সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের আহবায়ক সেলিম সরকারের সঞ্চালনায় আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। সভায় আবু সাঈদ চাঁদ বলেন, বাংলাদেশ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের দেশ।

আমরা চাই, সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করুক। ধর্মীয় সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি। তিনি আরও বলেন, রাজনীতি মানে বিভাজন নয়, ঐক্য। বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এসময় বিষেশ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সদস্য সচিব, আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সদস্য সুরুজ্জামান সুরুজ, উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সালেহ্ আহম্মেদ সালাম, উপজেলা বিএনপির শফিকুল ইসলাম শফি, মনিগ্রাম ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দিন রিয়েল, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমসহ আরও অনেকে নেতাকর্মী।


আরো খবর