• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল নওগাঁ

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

Advertisements

এক দফা দাবিতে শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল নওগাঁর রাজপথ। রোববার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে শহরে কাজীর মোড়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন শিক্ষার্থীরা।

পরে সেখানে
অবস্থান নেন শিক্ষার্থী এবং অভিভাবকরা।
এসময় এক দফা দাবি তুলে ধরে স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সরকারের পদত্যাগ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। অন্যদিকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কম লক্ষ্য করা গেছে। এমন পরিস্থিতিতে শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরের বেশির ভাগ দোকান বন্ধ রয়েছে।

জেলা প্রশাসক গোলাম মওলা জানান, চলমান পরিস্থিতি বিবেচনা করে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।


আরো খবর