আধ্যাত্মিক সাধক হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ প্রাঙ্গণে দাতব্য কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানা ও লঙ্গরখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে দরগাহ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দরগাহ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরগাহ ট্রাস্টি মেম্বার ও দি মখদুম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. সুরায়েত রহমান রক্তিম আশরাফী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দরগাহ ট্রাস্টের সহ-সভাপতি মিজানুর রহমান মিজি, ট্রাস্টের সাধারণ সম্পাদক ডা. তাওহীদুল মাজীদ, সাবেক সচিব আব্দুর রব হাওলাদার এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া জোনের ডিসি মীর সাফিন মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ডিআইজি মোহাম্মদ শাহজাহান তাঁর বক্তব্যে ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দাতব্য সেবার মূল্য থাকলে মানুষ তার প্রতি অধিক গুরুত্ব দেয়। তিনি নৈতিক, বাস্তবমুখী শিক্ষা এবং মসজিদভিত্তিক ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
অন্যান্য বক্তারা বলেন, দরগাহকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ সমাজে মানবকল্যাণ এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে বিশেষ ভূমিকা রাখবে। দোয়া পরিচালনা করেন দরগাহ মসজিদের খতিব মাওলানা মোস্তাফিজুর রহমান কাশেমী। পরে অতিথিবৃন্দ সুবিধাবঞ্চিতদের মধ্যে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন।
দি মখদুম ফাউন্ডেশনের তথ্য অনুসারে, দীর্ঘ ১৫ বছর ধরে প্রতিষ্ঠানটি দরগাহ কেন্দ্রিক নানা দাতব্য ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ বিতরণ, দরিদ্র ও পথশিশুদের সুন্নতে খাতনা, চোখের ছানি অপারেশন, কিডনি ও ক্যান্সার রোগীদের সহায়তা, এবং কোভিড-১৯ মহামারিতে অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ।
ফাউন্ডেশনের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও দরগাহ ট্রাস্ট বোর্ডের সহযোগিতায় বাস্তবায়িত এই নতুন প্রকল্পের মাধ্যমে আগত মুসাফিরদের থাকা-খাওয়া ও চিকিৎসাসেবা নিশ্চিত হবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন। পাশাপাশি দরগাহ এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ও সামাজিক সহায়তার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও জানানো হয়।