রাজশাহী লায়ন্স চক্ষু হাসপাতালের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে বিনাপ্রদ্বিন্দীতায় সভাপতি নির্বাচিত হয়েছে ডা. ওয়াসিম হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ইফতিয়ার মাহমুদ বাবু। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জয় , খলিলুর রহমান ও হাসিলুর রহমান টিংক সাক্ষতির ফলাফল সিটে এসব ঘোষণা করা হয়।
এতে বলো হয়, নিবাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি ডা. মাহবুবর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিয়াউদ্দিন আহমেদ, কোষাধক্ষ্য হয়েছে মোস্তাফিজুর রহমান, যুগ্ন কোষাধক্ষ্য আবুল কালাম মাসুদ, প্রেস, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুর রহমান খান।
এছাড়াও ভোট গ্রহণের মাধ্যমে সদস্য নির্বাচিত হয়েছে, গোলম মহিউদ্দিন, মোখলেসুর রহমান শাহ্, আব্দুল মালেক, সাদাকাত আলী বাবু, মামুন অর রশিদ, মাহমুদুর রহমান সবুজ।
এই কমিটি দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন। তারা ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ সালের দায়িত্ব পালন করবেন।