• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাসিকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
রাসিকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
রাসিকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Advertisements

রাজশাহী সিটি কর্পোরেশনের বিগত ২০২৪ ও ২৫ সালের পি.আর.এল/অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীগণের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নগর ভবন এ্যানেক্স হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, আপনারা প্রত্যেকেই আপনাদের কর্মের প্রতি ন্যায় নিষ্ঠ ছিলেন। আপনাদের কর্মময় জীবনের সুনামে রাজশাহী সিটি কর্পোরেশন এতো সুনাম অর্জন করেছে। আপনাদেরকে সংবর্ধিত করতে পেরে আজ আমরা গর্বিত। আগামীতে এ ধরণের আয়োজন অব্যাহত রাখতে হবে। তিনি আরো বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। এখানে নগরবাসীর প্রত্যাশা অনেক। নগরবাসীর প্রত্যাশা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নগরবাসীর প্রত্যাশা পুরণে রাজশাহী সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম অটোমেশনে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহম্মদ আল মঈন পরাগ, রাসিকের কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি শাকিল। স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম।
অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন রাসিকের অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী সৈয়দ সাইদ আহম্মদ, অবসরপ্রাপ্ত প্রধান কর নির্ধারক মঞ্জুরুল আলম, অবসরপ্রাপ্ত ষ্টোর কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসান হাবিব, অবসরপ্রাপ্ত সহকারী জনসংযোগ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী পারভেজ আনোয়ার।

অনুষ্ঠানে রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নুর-ঈ-সাঈদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

অনুষ্ঠানে ৫২ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছাসহ সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়া অবসরপ্রাপ্ত ৩ জন কর্মকর্তা-কর্মচারীকে আনুতোষিক ও ২ জন কর্মকর্তা-কর্মচারীকে ল্যামগ্রান্ট এর অর্থ প্রদান করা হয়।


আরো খবর