• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাবিতে ৪ দিনব্যাপী তায়কোয়ান্দো প্রতিযোগিতা শুরু

রাবি প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
রাবিতে ৪ দিনব্যাপী তায়কোয়ান্দো প্রতিযোগিতা শুরু
রাবিতে ৪ দিনব্যাপী তায়কোয়ান্দো প্রতিযোগিতা শুরু

Advertisements

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের উদ্যোগে চতুর্থ তায়কোয়ান্দো প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন ওজন ও ক্যাটাগরিতে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করবে।

রোববার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের এমফিল সভাপতি মেজর জেনারেল হাবীব উল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) রোকসানা বেগম (টুকটুকি) আন্তঃবিভাগ গেমস্ সাব-কমিটি ও কলা অনুষদের ডীন প্রফেসর ড. বেলাল হোসেনসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল হাবীব উল্লাহ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে আমি আনন্দিত। শুরুতে প্রদর্শিত ডেমোনস্ট্রেশন আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। সম্প্রতি চীনে একটি আন্তর্জাতিক তায়কোয়ান্দো অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ হলেও সেখানে বাংলাদেশের কোনো প্রতিনিধি না থাকায় হতাশ হয়েছি।

তিনি আরও বলেন, বিশ্ব তায়কোয়ান্দো র‌্যাংকিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৪৭। যেখানে মিয়ানমার ও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের মতো দেশও বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তায়কোয়ান্দো সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

জেনারেল হাবীব উল্লাহ আরও বলেন, তায়কোয়ান্দোতে মেধার সংযোগ ঘটাতে হবে। চীন এ খেলায় এআই যুক্ত করে উন্নতির চেষ্টা করছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর তরুণ শক্তিকে কাজে লাগাতে পারলে তায়কোয়ান্দোতে দেশ বড় শক্তি হিসেবে গড়ে উঠতে পারে। তিনি আশা প্রকাশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকে শিক্ষার্থীরা তায়কোয়ান্দো খেলায় এগিয়ে আসবে এবং রাজশাহীসহ দেশের বাইরে সম্মানের সঙ্গে উচ্চারিত হবে।
উল্লেখ্য, এবারের তাইকোয়ান্দো প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২৬টি বিভাগ থেকে ১০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।


আরো খবর