• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাণীনগরে বিএনপির নেতার অব্যাহতি দেয়ার প্রতবিাদে সংবাদ সম্মলেন

রাণীনগর প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (0.40092593, 0.428125); modeInfo: ; sceneMode: 512; cct_value: 5642; AI_Scene: (-1, -1); aec_lux: 63.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 46;

Advertisements

নওগাঁর রাণীনগরে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে নিয়ম বর্হিভূত ভাবে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ককে অব্যাহতি দেয়ার প্রতবিাদে সংবাদ সম্মলেন অনুষ্ঠতি হয়ছে।  মঙ্গলবার দুপুরে বিএনপির উপজলো দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সদ্য অব্যাহতিপ্রাপ্তা বিএনপির আহ্বায়ক রুকুনুজ্জামান খান রুকু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান জাপান।

সংবাদ সম্মেলনে রাণীনগর উপজেলা বিএনপির সদ্য দায়িত্বভার দেওয়া ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসারব হোসেনকে অবাঞ্চতি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুকুনুজ্জামান খান রুকু বলনে,আমরা রাণীনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ উপজেলার ৭২টি সাংগঠনিক ওয়ার্ড সহ ৮টি ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি চলতি বছরের ২৭ জুন এর মধ্যে অনুমোদন করছেলিাম। এরমধ্যে চারটি ইউনিয়ন কমিটি বহাল রেখে বাকি চারটি ইউনিয়ন কমিটি নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের পছন্দের লোক না থাকায় প্রতিহিংসা পরায়ন হয়ে বিধি ও গঠনতন্ত্র বর্হিভূতভাবে বাতিল করে। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের উপেক্ষা করে উল্লেখিত কমিটি তারা পূণঃগঠন করেন। যেখানে বিএনপির রাজনৈকি পরীক্ষিত মেধাবী, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের বাদ রেখে অযোগ্য ও আওয়ামী লীগের ডামী নির্বাচনে সহায়তাকারী ব্যক্তিদের পদ-পদবী প্রদান করা হয়। যা দলের জন্য আগামী আন্দোলন সংগ্রামকে দুর্বল করবে। তাই এই নিয়ম বর্হিভূত কমিটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা প্রত্যাখান করছি। সেইসাথে আওয়ামী লীগের চড় ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী অবৈধ ও নিয়ম বির্হভূত ভাবে দ্বায়ত্বিপাওয়া ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসারব হোসেনকে অবাঞ্চতি ঘোষাণা করছি।

এ সময় রুকুনুজ্জামান খান রুকু ও আতিকুজ্জামান জাপান সহ আহবায়ক কমটিরি উপস্থতি সদস্যবৃন্দ অবধৈ ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসারবকে বাতিল করে পূর্বের কমিটি বহাল রাখার জন্য কেন্দ্রীয় বিএনপির হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন, আহ্বায়ক কমিটির সদস্য মেজবাউল হক লিটন, শহিদুল ইসলাম সুইট, মাহমুদুল হাসান মধু, আব্দুস ছাত্তার, মঞ্জু, উপজেলা সৈনিকদলের সভাপতি পাভেল রহমান, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউছুফ খান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আরো খবর