রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি দলীয় মনোনীত প্রার্থী রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ। সোমবার দুপুর আড়াইটার দিকে দীর্ঘদিন পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাঘা উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দলীয় নেতাদের সাথে নিয়ে তিনিএই মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক, উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, নিয়াজ উদ্দিন, উপজেলা আলেম পরিষদের প্রতিনিধি আশরাফ আলী, উপজেলা হিন্দু বৈদ্ধ খৃষ্ট্রান ঐক্য পরিষদের প্রতিনিধি স্বপন সরকারসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা দেওয়ার আগে আবু সাঈদ চাঁদ দলীয় নেতাকর্মীদের নিয়ে বাঘা মাজার জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন বাঘা ও আড়ানী পৌরসভা, বাজুবাঘা, গড়গড়ি, মনিগ্রাম, পাকুড়িয়া, চকরাজাপুর, বাউসা, আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপির অংগ সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।