আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে লড়াই করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান। রোববার দুপুরে নেতাকর্মীদের নিয়ে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের থানা নির্বাচন কর্মকর্তা জেবুন্নেছা শাম্মীর কাছ থেকে সাঈদ নোমান নিজে এই ফরম গ্রহণ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর শহীদ ওসমান হাদির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মুহাম্মদ সাঈদ নোমান বলেন, শহীদ ওসমান হাদির আত্মত্যাগ আমাদের প্রেরণা। তাঁর আদর্শকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন এবং উন্নত রাজশাহী গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, এই নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় রয়েছে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। একজন তরুণ হিসেবে আমি নিয়মিত হুমকি পাচ্ছি। বিশেষ করে আমাদের নারী কর্মীরা মাঠে কাজ করতে গেলে বিভিন্ন ধরনের হয়রানির শিকার করা হচ্ছে। বিগত দিনে জনগণের যে অধিকার হরণ করা হয়েছে, তা ফিরিয়ে দিতে এবং সুশাসন ও নৈতিক রাজনীতির চর্চায় আমি বদ্ধপরিকর। আমি রাজশাহী-২ আসনের সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।
এবি পার্টির নেতাকর্মীরা জানান, সাঈদ নোমানের হাত ধরে রাজশাহীতে নতুন ধারার জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠিত হবে বলে তারা আশাবাদী। এ সময় রাজশাহী মহানগর এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।