• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম তুললেন শরীফ উদ্দিন

গোদাগাড়ী প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম তুললেন শরীফ উদ্দিন
রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম তুললেন শরীফ উদ্দিন

Advertisements

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে শরীফ উদ্দিন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। সোমবার বেলা ১১টার দিকে গোদাগাড়ী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

মনোনয়ন ফরম উত্তোলনের সময় বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল। তার সঙ্গে ছিলেন গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু, গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন এবং কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল হক সরকার।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়ন ফরম উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মনোনয়ন ফরম প্রদান করেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামসুল ইসলাম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা পারভেজ মোশাররফ। মনোনয়ন ফরম উত্তোলন শেষে শরীফ উদ্দিন বিএনপির প্রয়াত নেতা ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন।

এ সময় তিনি প্রয়াত এই নেতার আত্মার মাগফিরাত কামনা করেন। স্থানীয় বিএনপি নেতারা বলেন, রাজশাহী-১ আসন বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ আসন। দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী রয়েছে এবং নির্বাচনে দলীয় প্রার্থী বিজয়ী হবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।


আরো খবর