• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী সুগার মিলসে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
রাজশাহী সুগার মিলসে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহী সুগার মিলসে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Advertisements

রাজশাহী মেট্রোপলিটন এলাকার কাটাখালী থানাধীন রাজশাহী সুগার মিলস লিমিটেডে ২০২৫-২৬ অর্থবছরের আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ৩টায় মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এবং রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিএসএফআইসি চেয়ারম্যান রশিদুল হাসান।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাজশাহী সুগার মিলস লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ূন কবীর। এ ছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী-০৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য অধ্যাপক আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাখালী থানা শাখার আমির অধ্যাপক জালাল উদ্দিন, মিলের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত বক্তারা বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্বল ব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে দেশের শিল্পকারখানাগুলো আজ অস্তিত্ব সংকটে পড়েছে। একসময় দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে থাকা এসব প্রতিষ্ঠান আজ টিকে থাকার লড়াই করছে।

কৃষক, শ্রমিক ও দেশের সামগ্রিক শিল্পকে রক্ষা করতে হলে শিল্পায়নকে পুনরুজ্জীবিত করা ছাড়া বিকল্প নেই। রাজশাহী সুগার মিলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে সরকারের পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। অনুষ্ঠান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করে।


আরো খবর