তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় সীমান্তবর্তী এলাকার শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক দায়িত্ববোধ থেকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) কর্তৃক শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
রাজশাহী সেক্টর, সীমান্ত ব্যাংক ও রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর উদ্যোগে শনিবার রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ চরমাজারদিয়ার, খানপুর ও সাহেবনগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায়, দুঃস্থ ও শীতার্ত জনগণের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও শনিবার সীমান্ত পরিবার কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল মাঠে শালবাগান এলাকার শীতার্ত ও প্রতিবন্ধী জনগণের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে ১১ জানুয়ারি আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সেক্টর উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী জনপদের মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমেও বিজিবি অগ্রণী ভূমিকা পালন করছে।
তিনি আরও জানান, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ-এর নির্দেশনায় সারা দেশের সীমান্তবর্তী এলাকায় প্রতিটি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে রাজশাহী সেক্টরের অধীনস্থ পাঁচটি ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ এলাকায় সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
প্রধান অতিথি উল্লেখ করেন, মহাপরিচালক বিজিবি ঘোষিত মূলনীতি বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক বাস্তবায়নে বাহিনীর প্রতিটি সদস্য বদ্ধপরিকর। এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে সীমান্তবর্তী এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে পারা বিজিবির জন্য গৌরবের বিষয়।
অনুষ্ঠানে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি, সীমান্ত ব্যাংক রাজশাহীর ম্যানেজার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিজিবির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।